ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়াণগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নারায়াণগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়াণগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কেক কেটে ও পায়রা উড়িয়ে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ও শহর যুবলীগ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে শহরের রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। পরে সন্ধ্যায় সেখানে নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি।

এরআগে শহরের চাষাঢ়া থেকে একটি র‌্যালি বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জাকিরুল আলম হেলাল, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।