ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যু

নাটোর: আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে নাটোরের লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেদুল ইসলাম ঝন্টু (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না...রাজেউন)।

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল বাংলানিউজকে জানান, যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রস্তুতির সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, রোববার (১২ নভেম্বর) সকাল ১০টায় বালিতিতা ঈদগাহ্ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।