ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম

ঢাকা: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নাছির দেওয়ান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাছির দেওয়ান নড়িয়া উপজেলার লক্ষিপুর গ্রামের রঞ্জু দেওয়ানের ছেলে।

নাছির দেওয়ান বাংলানিউজকে বলেন, নড়িয়া উপজেলা সদরে আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে অটোবাইকে চড়ে বাড়ি ফিরছিলাম। ভোজেশ্বর বাসস্ট্যান্ডে পৌঁছে অটোবাইক থেকে নামার সাথে সাথে রুবেল সরদার, মিলন ব্যাপারি, নয়ন হাওলাদার সহ বেশ কয়েকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।