ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বিএনপির নেতাকর্মীসহ আটক ৩৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
গাজীপুরে বিএনপির নেতাকর্মীসহ আটক ৩৬ প্রতীকী

গাজীপুর: গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপির নেতা কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) থেকে রোববার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির রয়েছে।

 

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-২) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় বিভিন্ন মামলার আসামিসহ সন্দেহজনকভাবে ৩৬ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের মধ্যে বিএনপির কোনো নেতাকর্মী আছে কিনা জানা নেই।
 
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বাংলানিউজকে জানান, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরসহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১২জন বিএনপির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার ঢাকায় বিএনপির জনসভায় যাতে নেতাকর্মীরা যেতে না পারে সেজন্য তাদের আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭     
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।