ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাদক সেবনে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
মাদক সেবনে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর চকবাজারে মাদকসেবীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম ফাহিম গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চকবাজারের বোর্ড অফিসের মোড়ে এ ঘটনা ঘটে।

ফহিম চকবাজারের খাজেদেওয়ান এলাকার খোকন মিয়ার ছেলে ও পিলখানার মন্সী আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।

সে চকবাজার থানার ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

চকবাজার থানার ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম আহমেদ বাংলানিউজকে জানান, শাওন, আপেল ও মাহুমুদ নামে কয়েক মাদকসেবী ফাহিমকে হত্যা করতে তার পেটের মধ্যে বেশ কয়েকটি ছুরিকাঘাত করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পরিদর্শক ও উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় ফাহিমকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, শাওন, আপেল ও মাহুমুদকে মাদক সেবনে বাধা দেওয়ায় সন্ধ্যায় ফাহিমকে তারা ছুরিকাঘাত করে আহত করেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।