ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেকের জন্মদিনে দুইদিনের কর্মসূচি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
তারেকের জন্মদিনে দুইদিনের কর্মসূচি বিএনপির

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনব্যাপী কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‌আগামী ২০ নভেম্বর তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী সারাদেশে একযোগে পালন করা হবে।

এ দিনটিতে দলের কেন্দ্রীয় কার্যালয়, মহানগর, জেলা-উপজেলা কার্যালয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ২৫ নভেম্বর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স তারেক রহমানের রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভার আয়োজন করবে দলটি। আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসার জন্য সরকারের অনুমতি নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান তারেক। এরপর থেকেই সেখানে রয়েছেন তারেক রহমান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।