ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
না’গঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ আটক ১৩ নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মঈনুদ্দিনসহ আটক নেতাকর্মীরা। ছবি:বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মঈনুদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, জিহাদী বই ও ব্যানার জব্দ করা হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মহানগরীর হাজীগঞ্জ পেপার মিলের সামনে মঈনুদ্দিনের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা সাইফুদ্দিন, সদস্য সাহাবুদ্দিন, বশিরুল হক, এসএম নাসিরউদ্দিন, হাই তালুকদার, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, জামালউদ্দিন, কফিলউদ্দিন, জাকির হোসেন, শহিদ, জাকির হোসেন (২)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফিউল আলম বাংলানিউজকে জানান, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগর জামায়াতের আমির মঈনুদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, জিহাদী বই ও ব্যানার জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।