ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এমপি রনজিতের চেষ্টায় বাঘুটিয়া আ’লীগের কোন্দল নিরসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমপি রনজিতের চেষ্টায় বাঘুটিয়া আ’লীগের কোন্দল নিরসন কর্মীদের নিয়ে বৈঠকে এমপি রনজিত/ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল অবশেষে নিরসন হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় শিল্পনগরী নওয়াপাড়ায় আওয়ামী লীগের এক নেতার বাসায় বাঘুটিয়া ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ শতাধিক কর্মী নিয়ে ৫ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে ঐক্যমতে পৌঁছান।  

এ সময় উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস, আজিম উদ্দিন, যুবলীগ নেতা অর্জুন সেন, মহিলা মেম্বার রোজিনা খাতুন, তপতী ঘোষ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম শিকদার, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

 

এমপি রনজিত কুমার রায় নেতাকর্মীদের বলেন, বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দলীয় সভাপতি শেখ হাসিনা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগ শক্তিশালী করতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াচ্ছেন, তখন তৃণমূলের কিছু নেতাকর্মী নিজেদের মধ্যে দূরত্ব বাড়াচ্ছেন। এভাবে চলতে পারে না। এখন থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিনিয়ত নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক, উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করবো।  

সভাশেষে সকলে ঐক্যমতে পৌঁছে একসঙ্গে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন।  

এরআগে, গত ১০ নভেম্বর এমপি রনজিত কুমার রায়ের রুদ্ধদ্বার বৈঠকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দল নিরসন হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারে নারীদের নিয়ে উঠান বৈঠকের মতো কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন এমপি রনজিত কুমার রায়।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।