ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘এতিমদের টাকা আত্মসাৎ করেছেন খালেদা জিয়া’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
‘এতিমদের টাকা আত্মসাৎ করেছেন খালেদা জিয়া’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন খালেদা জিয়া।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না, বিএনপির এমন কথা প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, ‘কোনো মামলায় যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তার সাজা হবেই।

তেমনি খালেদা জিয়ার সাজা হলেও নির্বাচন বয়কট করার সুযোগ নেই। ’

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওয়ায়দুর রহমান কালু খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।