ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৭৫ শতাংশ মানুষ বিএনপিকে চায়: এ্যানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
৭৫ শতাংশ মানুষ বিএনপিকে চায়: এ্যানী বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাদের চালান নেই। তারা প্রশাসনের ওপর ভর দিয়ে চলে। দেশে ১৫ শতাংশ মানুষ আওয়ামী লীগ আর ৭৫ শতাংশই বিএনপিকে সমর্থন করে। 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদের মুক্তির  দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

এ্যানী বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। কিন্তু এবার ভোট ছেড়ে দেবো না। অবশ্য সেই ভোট নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ বিগত সময়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে আন্দোলন করেছিলো, একই ভাবে এবারও জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।  

তাদের উৎসাহ উদ্দীপনা, সাহস ও মনোবল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করবে বলে জানান তিনি।  

সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, ভবাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল আলম স্বপন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।  

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।  

গত ৬ নভেম্বর লক্ষ্মীপুর আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ খালেদকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।