ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রসিক নির্বাচনে মোস্তফাই জাপার চূড়ান্ত প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
রসিক নির্বাচনে মোস্তফাই জাপার চূড়ান্ত প্রার্থী

ঢাকা: আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির (জাপার) প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রার্থী হিসেবে মোস্তফাকে মনোনয়ন দিয়েছেন। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

শনিবার (১৮ নভেম্বর) হুসেইন মুহাম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুর রউফ মানিক জাতীয় পার্টির লোক হিসেবে পরিচয় দিলেও তিনি জাতীয় পার্টির সদস্য নন।  

এছাড়া মনোনয়ন প্রত্যাশী আসিফ শাহারিয়ারকে পার্টির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে রসিক নির্বাচনে প্রার্থী হন তাহলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে সব পদ ও পদবী থেকে বহিষ্কার করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।