ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে জাতীয় ছাত্র সমাজের বর্ধিত সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
মানিকগঞ্জে জাতীয় ছাত্র সমাজের বর্ধিত সভা বর্ধিত সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম আব্দুল মান্নান। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ:  মানিকগঞ্জে জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্র সমাজ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম তানজিরের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম আব্দুল মান্নান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ন খান, দফতর সম্পাদক  সুলতান মাহমুদ, দক্ষিণ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান, সহ- সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক মো. হাসান সাইদ, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এস, আর আনসার প্রমুখ।



সভায় জেলার সাত উপজেলার ছাত্র সমাজ, জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।