ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৃত্যশিল্পী ঝুনুকে দেখতে ল্যাবএইডে মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
নৃত্যশিল্পী ঝুনুকে দেখতে ল্যাবএইডে মির্জা ফখরুল রাহিজা খানম ঝুনুর শয্যার পাশে মির্জা ফখরুল

ঢাকা: রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নৃত্যশিল্পী ও প্রশিক্ষক  রাহিজা খানম ঝুনুকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ গুণী নৃত্যশিল্পীকে দেখতে ওই হাসপাতালে যান তিনি। এ সময় হাসপাতালে ঝুনুর চিকিৎসকদের কাছ থেকে মির্জা ফখরুল তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

 

নৃত্যশিল্পের এই প্রশিক্ষক দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছিলেন। এরপর সম্প্রতি ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি  করা হয়।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।