ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
নেত্রকোনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৬

নেত্রকোনা: নেত্রকোনায় নাশকতার মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের নাগড়া এলাকায় বাবুর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- আটপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হাসান মাহমুদ খান সৌরভ, মদনের ছাত্রদল নেতা সাফায়েত হোসেন সাকি, মো. কাওসার আহমেদ, নাগড়া এলাকার সৈয়দ মোহাম্মদ আবু কাওছার ও সদরের আমতলা ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামের রেজওয়ান কবির।

নেত্রকোনা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আল আমিন বাংলানিউজকে জানান, শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের সাতপাই এলাকায় পেট্রোল বোমা নিয়ে মিছিল করেছেন ছাত্রদলের ওই নেতাকর্মীরা। পরে এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, শনিবার বিকেলে নাশকতার পরিকল্পনায় সভাপতি বাবুর বাসায় তারা অবস্থান নিয়েছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।