ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘৭ মা‌র্চের ভাষণের স্বীকৃ‌তিতে হিংসার কিছু নেই’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
‘৭ মা‌র্চের ভাষণের স্বীকৃ‌তিতে হিংসার কিছু নেই’ বাংলা‌দেশ ইয়ুথ ফোরাম আ‌য়োজিত আলোচনা সভায় বক্তারা/ছবি: বাংলানিউজ

ঢাকা: ৭ই মা‌র্চের ভাষণ ঐ‌তিহা‌সিক। এর আন্তর্জা‌তিক স্বীকৃ‌তি লাভে হিংসার কিছু নেই। একাত্তরের ৭ই মার্চে দেড় দু’লাখ মানুষ হ‌য়ে‌ছি‌লো। গতকাল হ‌য়ে‌ছে ৫০ হাজার। এরজন্য চীন-মৈত্রী স‌ম্মেলন কেন্দ্রই য‌থেষ্ট ছিল।

রোববার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউ‌ঞ্জে তা‌রেক রহমা‌নের জন্ম‌দিন উপল‌ক্ষে বাংলা‌দেশ ইয়ুথ ফোরাম আ‌য়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন ‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়।

গ‌য়েশ্বর ব‌লেন, ১২ ন‌ভেম্বর বিএন‌পির যে সমা‌বেশ হ‌য়ে‌ছে তার চার ভা‌গের এক ভাগ লোক হ‌য়ে‌ছে গতকাল (১৮ নভেম্বর)।

১২ ন‌ভেম্ব‌রের  ম‌তো জনসমুদ্র আওয়ামী লীগ-বিএন‌পি কেউই এর আগে করতে পারেনি।  

আওয়ামী লী‌গের এখন দাঁড়া‌নোর ম‌তো পা‌য়ের তলায় কোনো মা‌টি নেই ব‌লেও মন্তব্য করেন তিনি।  

গয়েশ্বর ব‌লেন, ‌আদাল‌তে দাঁ‌ড়ি‌য়ে খা‌লেদা জিয়া সরকার‌কে মাফ ক‌রে‌ছেন, কিন্তু আমরা মাফ ক‌রি‌নি। আমরা বহুবার জে‌লে গি‌য়ে‌ছি। প্র‌য়োজ‌নে আরও যা‌বো। আপনারা যা‌তে অন্তত দে‌শে থাক‌তে পা‌রেন সে সু‌যোগ রাখেন।  

তি‌নি ব‌লেন, তা‌রেক রহমা‌নের জন্ম‌দিন পাল‌নে যত ধরনের বাধা দেওয়ার তা দি‌তে পু‌লিশ‌কে নি‌দের্শ দি‌য়ে‌ছে সরকার। গণতন্ত্র উদ্ধার না হ‌লে খা‌লেদার পথচলা থাম‌বে না।  

আ‌লোচনা সভায় আরেও বক্ত‌ব্য রা‌খেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএন‌পির কেন্দ্রীয় নেতা ও স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।