ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শ্রীপুর উপজেলা ছাত্রদল সভাপতিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
শ্রীপুর উপজেলা ছাত্রদল সভাপতিসহ আটক ২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল হক মোল্লা ও গাজীপুর জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বাংলানিউজকে জানান, ২০১৫ সালে গাড়ি ভাঙচুর মামলায় মঙ্গলবার রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭    
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।