ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠি জেলা শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
ঝালকাঠি জেলা শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন ঝালকাঠি জেলা শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতারা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন শ্রমিক দলের ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে শহরের কলেজ মোড় এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু।

সম্মেলনে টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি মেহেদী আলী খান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি বশির আহম্মেদ।

সম্মেলনে টিপু সুলতানকে সভাপতি ও মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক এবং তানজের আলীকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।