ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় দুস্থদের মাঝে বিএনপির ওষুধ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বগুড়ায় দুস্থদের মাঝে বিএনপির ওষুধ বিতরণ ওষুধ বিতরণ অনুষ্ঠানে বিএনপির নেকাকর্মীরা। ছবি: আরিফ জাহান

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ার‌ম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত অ্যাজমা কেয়ার সেন্টার প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে ওষুধ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানাসহ অ্যাজমা কেয়ার সেন্টারের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।