ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইমন হত্যার বিচার দাবিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ইমন হত্যার বিচার দাবিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

যশোর: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে যশোর জেলা ছাত্রলীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন- যশোর জেলা ছাত্রলীগের সভাপতি নওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছাল ছাবিল ইসলাম জিসান, সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।

সংবাদ সম্মেলনে অবিলম্বে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতা ইমন বাড়ির পাশের বেজপাড়া-গুরগোল্লা মোড়ে বন্ধুদের সঙ্গে বসে লুডু খেলা দেখছিলেন। এ সময় দুই-তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ইউজি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।