ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচন প্রশ্নবিদ্ধকারীদের প্রতিহত করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
নির্বাচন প্রশ্নবিদ্ধকারীদের প্রতিহত করতে হবে কেরানীগঞ্জের ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় খাদ্যমন্ত্রী। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটি কুচক্রী মহল আসন্ন নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা চাচ্ছে নির্বাচন কমিশন ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তাই ওই মহলকে প্রতিহত করতে হবে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ওই কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের খণ্ডিত ও বিকৃত ইতিহাস তুলে ধরছে।

তারাই আবার যুদ্ধাপরাধীদের বিচার কার্য বানচালের চেষ্টা করছে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো যুদ্ধাপরাধীর বিচার। আমরা সব রক্তচক্ষুকে উপেক্ষা করে যুদ্ধাপরাধীর বিচার কার্য শেষ করে ফাঁসি কার্যকর করেছি।

কেরানীগঞ্জের যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক (তদন্তকারী সংস্থা) আব্দুল হান্নান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধের চেতনা বিকাশ পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী সেলিম, তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, তারানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, ৭১ এর শহীদ পরিবার স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।