ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চন্দ্রগঞ্জে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
চন্দ্রগঞ্জে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবি লক্ষ্মীপুর সদর উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর: সক্রিয়দের বাদ দিয়ে টাকার বিনিময়ে পছন্দের নেতাদের কাউন্সিলর করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে এ অভিযোগ উঠেছে।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে লক্ষ্মীপুর মিডিয়া হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতারা এমন অভিযোগ করেন।

এসময় সাবেক সভাপতি কামাল হোসেন, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক শাহজাহান গাজী এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিল মোহাম্মদ স্বপন উপস্থিত ছিলেন।

তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বুধবার (২৯ নভেম্বর) চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী তার পছন্দমত ও টাকার বিনিময়ে নেতাকর্মীদের কাউন্সিলর করেছেন। এতে বাদ পড়েছেন অনেক সক্রিয় নেতা। গত ২৮ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বর্তমান কমিটির অন্যদের সহয়তায় কাউন্সিলরদের তালিকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে সিদ্ধান্ত উপক্ষো করে আবুল কাশেম তার বাড়িতে বসে মনগড়াভাবে কাউন্সিলরদের তালিকা করেন। ওই ইউনিয়নের ৮জন ওয়ার্ড সভাপতি ও সম্পাদককে কাউন্সিলর না করায় তাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কি কারণে তাদের বাদ দেওয়া হয়েছে তাও জানায় নি। তাই ২৯ নভেম্বরের সম্মেলন ও ভোট বাতিল করে বাদপড়া নেতাদের কাউন্সিলর করতে দলে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারীরা।

এবিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।