ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘আন্দোলনের মুখেই নির্বাচনে যাবে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
‘আন্দোলনের মুখেই নির্বাচনে যাবে বিএনপি’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সুমন শেখ/ বাংলানিউজ

ঢাকা: নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস সরকারের নেই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলনের মুখেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে’।

জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ও জনগণের প্রতিনিধিত্ব নিয়ে সরকার গঠনের দাবিও জানান তিনি।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থেকে ডুগডুগি বাজাবেন, তা হবে না। নির্দলীয় নির্বাচন দিন। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। আসলে আপনাদের সাহস নেই নিরপেক্ষ নির্বাচন দেওয়ার’।

তিনি আরও বলেন, ‘জালিম’ সরকারের হাত থেকে বাঁচতে মানুষ এখন ঘরে ঘরে প্রার্থনা করছেন। যেমনভাবে প্রার্থনা করেছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের অপশাসন থেকে মুক্তির জন্য’।

‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ওপর যে জগদ্দল পাথর চেপে বসেছে, তা সরাতে হবে’।

মির্জা ফখরুল বলেন, খালেদাকে ক্ষমতায় ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারলে তবেই বিএনপির এসব কর্মসূচি সফল হবে। তাই নেতাকর্মীদের শ্লোগান বন্ধ করে গ্রামে-গ্রামে ছড়িয়ে পড়ার নির্দেশ দেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম  আজাদ, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।