ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
পটুয়াখালীতে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী: পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. খলিলুর রহমান মোহন নামে এক সাবেক ছাত্রলীগ নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।

খলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ছিলেন।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার ও পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মাছুমুর রহমানের কাছে।

নির্বাচনে একজনের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান।

এদিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় উপ-নির্বাচনকে ঘিরে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ও ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

উল্লেখ্য গত ০১ নভেম্বর পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেনের মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়। নির্বাচনকে ঘিরে আওয়মী লীগের মনোনয়ন পান খলিলুর রহমান মোহন।

বাংলা‌দেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।