ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিতে আ’লীগ নেতাকর্মীদের বাধার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
মনোনয়নপত্র জমা দিতে আ’লীগ নেতাকর্মীদের বাধার অভিযোগ

বগুড়া: আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম।

পাশাপাশি তাকে মারধর করে মনোনয়নপত্র কেড়ে ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম দেউলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
 
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ মাহমুদ খান বাংলানিউজকে জানান, বিকেলে কে বা কারা পরিষদের বাইরে ঘটনাটি ঘটিয়েছে তা জানা নেই। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া সকাল থেকেই ইউসিসিএ কার্যালয়ে পুলিশ মোতায়েন ছিলো।   
 
সংশ্লিষ্টরা জানান, সোমবার ইউসিসিএ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকসহ চারজন মনোনয়নপত্র তোলেন।  
 
অন্য প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারেন সেজন্য সকাল থেকেই উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আশপাশে নেতাকর্মীদের দিয়ে পাহারা বসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল। এতে অন্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
 
তবে বিকেল ৩টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুল মনোনয়নপত্র জমা দিতে উপজেলা পরিষদ চত্বরে যান। এসময় আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের নেতাকর্মীরা তার পথরোধ করে মারধর করেন। পরে তার মনোনয়নপত্র কেড়ে ছিঁড়ে ফেলা হয়।  
 
জাহিদুল ইসলাম বাংলানিউজকে অভিযোগ করেন, আজিজুল হকের নির্দেশে তার সমর্থকরা হামলা করে তাকে মারধর করে। পাশাপাশি তার মনোনয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে কে বা কারা জাহিদুলকে লাঞ্ছিত করেছে তা জানা নেই। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও তিনি দাবি করেন।
 
শিবগঞ্জ ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনা আমার অফিস চত্বরে ঘটেনি। তবে জাহিদুলের মনোনয়নপত্র কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে শুনেছি।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমবিএইচ/আরআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।