ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনেও মানুষ বিএনপিকে বয়কট করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আগামী নির্বাচনেও মানুষ বিএনপিকে বয়কট করবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি

টাঙ্গাইল: বিএনপির কাছে মানুষের জীবন-সম্পদ ও সম্মান কোনটাই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধী আলবদর-রাজাকারদের নিয়ে সরকার গঠন করে দেশে অরাজকতা-অশান্তি সৃষ্টি করেছে।

এজন্য তাদের মানুষ বয়কট করেছে এবং আগামী নির্বাচনেও বয়কট করবে।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইমলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকাল আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।