ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাবি শাখা ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
জাবি শাখা ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফফান আলীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

বুধবার (২৯ নভেম্বর) শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও  সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়ার দারোগার মোড় এলাকা থেকে আফফানকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।