ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আইন সংশোধন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আইন সংশোধন করা হবে শ্রম ও কল্যাণ কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তি ফলক উন্মোচন করছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

রাঙ্গামাটি: দেশের শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তায় সরকার আইন সংশোধন করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে শ্রম ও কল্যাণ কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তি ফলক উন্মোচন করতে গিয়ে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, শুধুমাত্র শ্রমিকরা যাতে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা পেতে পারে সেজন্য ঢাকা ও নারায়গঞ্জে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান কমোডর এস এম কামরুল হক, শ্রম সচিব আফরোজা খান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বক্তব্য রাখেন।

এসময় বীর বাহাদুর বলেন,পার্বত্য শান্তিচুক্তির কারণেই পাহাড়ে উন্নয়নের দ্বার খুলেছে। তাই কোনো দোষারোপ না করে চুক্তির পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনায় বসা জরুরি।

শ্রম অধিদপ্তর ও সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে দেড় একর জমিতে বহুতল এ শ্রম কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।