ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা যুবদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।  

মিছিলটি শহরের তিতাখাঁ জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, পৌর-যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ ও ছাত্রদল নেতা কাজী সামছুর রহমান সবুজসহ জেলা এবং সদর উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানা ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।  

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর বকশিবাজারে উমেশ দত্ত রোডের কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।