ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৩৯ বছর ধরে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের লড়াই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
৩৯ বছর ধরে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের লড়াই টিএসসি সড়ক দ্বীপে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠার ৩৯ বছর ধরে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে এক আলোচনা সভায় সংগঠনটি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

‘শিল্প-সাহিত্যকে বিপ্লব দিক ভাষা, বিপ্লব শিল্প-সাহিত্যকে দেবে মুক্তি’ এই স্লোগান নিয়ে সংগঠন প্রতিষ্ঠার ৩৯ বর্ষপূর্তি ও সোভিয়েত বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।

সংগঠনের সভাপতি এ এস এম কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টুর সঞ্চালনায় ভাষা সংগ্রামী আহমেদ রফিক, অক্টোবর বিপ্লব উদযাপন কমিটির সাংস্কৃতিক পর্ষদের আহ্বায়ক হায়দার আনোয়ার খান জুনো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আকমল হোসেন।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭১ সালে হানাদাররা শিশু ধর্ষণ করেনি করেনি, কিন্তু বর্তমানে তা হচ্ছে। বর্তমানে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। এটা পুঁজিবাদের লক্ষণ। আর প্রতিষ্ঠার ৩৯ বছর ধরে এই পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।

তিনি বলেন, আমাদের অনেক উন্নয়ন হয়েছে, তবে এই উন্নয়নের মধ্যে অনেক কাহিনী রয়েছে। এই উন্নয়নের মধ্যে অন্যতম চিহ্ন হচ্ছে মানুষ নিরাপদে নেই মেয়েরা নিরাপদে নেই। আমরা মিয়ানমারে দেখেছি কিভাবে নারী ও শিশুদের হত্য করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে। তাদেরকে বাড়ি ঘর ছাড়া করা হচ্ছে। কারণ সেখানে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রয়েছে।
আলোচনা সভা শেষে গণসংগীত, আবৃত্তি, নাটক পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।