ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
শৈলকুপায় আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকাদার মোশাররফ হোসেন সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, সদস্য অধ্যক্ষ আবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল।

এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে আওয়ামী লীগের প্রায় ৫শ’ নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা হয়। এ কর্মসূচির আওতায় মাসব্যাপী সদস্য সংগ্রহ করবে উপজেলা আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।