ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বগুড়া: স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-  জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।


 
তিনি বলেন, দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করে বর্তমান সরকার বিএনপিকে দমন করতে চায়। বাকশালী কায়দায় দেশ চালাতে চায়। কিন্তু সরকারের এ চেষ্টা কোনোদিন সফল হবে। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরে আনা হবে।
 
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মাজেদুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদ শরিফ মিঠু, সাইমুম ইসলাম, খান জাহাঙ্গীর,আবু নূর ওয়ালিদ,আবু জিহাদ সন্তোষ প্রমুখ বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠান পরিচালনা করেন- শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব হাসান লেমন।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমবিএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।