ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘আমার দরজায় পর্দা থাকবে না, সবার জন্য উন্মুক্ত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
‘আমার দরজায় পর্দা থাকবে না, সবার জন্য উন্মুক্ত’ এক মঞ্চে উঠে স্থানীয় জনগণের মুখোমুখি হন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

রংপুর থেকে: আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘আমার দরজা সকলের জন্য সব সময় খোলা। যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমার দরজায় কোনো পর্দা ছিল না। সকলের জন্যই উন্মুক্ত ছিল। মেয়র নির্বাচিত হলে এবারও তাই থাকবে’।

রংপুর নগরীর টাউন হল চত্বরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
 
‘নির্বাচিত হলে কি করবেন?’- এক ভোটারের প্রশ্নের জবাবে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা বলেন,  বলেন, ‘জনগণের সুখের সময় নয়, বরং দুখের সময় পাশে থেকেছি।

ভবিষ্যতেও থাকবো। আমি ২০টি প্রতিশ্রুতি দিয়েছি। নির্বাচিত হলে সবার আগে রংপুরের প্রধান সমস্যা জলাবদ্ধতা দূর করবো। এক্ষেত্রে শ্যামাসুন্দরী খাল খনন করে শহরের ময়লা পানি ঘাঘট নদীতে নিয়ে ফেলবো। এছাড়া অবৈধ দখলদারদের উৎখাত করে রংপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো’।
 
অন্য মেয়র প্রার্থীরাও একই মঞ্চে উঠে স্থানীয় জনগণের মুখোমুখি হন, দেন বিভিন্ন প্রশ্নের উত্তরও। তবে উপস্থিত হননি আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমদ ঝন্টু। বিদায়ী এই মেয়র নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
 
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আব্দুল কুদ্দুছ (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা (হাতপাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম আখতার (আম)। তারাও ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তাদের পরিকল্পনার কথা জানিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।

জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ারকেও (হাতি) মঞ্চে দেখা যায়নি।
 
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি খন্দকার ফখরুল আলম বেঞ্জু।
 
আগামী ২১ ডিসেম্বর রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।