ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে মিটমাট নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
খালেদার সঙ্গে মিটমাট নয় হাসানুল হক ইনু, (ছবি: বাংলানিউজ)

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশকে শান্তির পথে নিতে হলে বুদ্ধিজীবী হত্যার বিচার করতে হবে।

তিনি বলেন, রাজাকার-জামায়াত-জঙ্গির সঙ্গী খালেদা জিয়া ভালো না। ফলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কোনো মিটমাট হতে পারে না।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বেদীতে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, বিএনপিকে রাজনীতির মাঠ থেকে বিদায় না করলে বিপদ থেকেই যাবে। নির্বাচনের কথাই বলুন আর রাজনীতির কথাই বলুন খালেদার সঙ্গে কোনো মিটমাট হতে পারে না। তাদের বিদায় জানাতে হবে।

এর আগে জা‌তির শ্রেষ্ঠ সন্তান শহীদ বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন সর্বস্তরের মানু‌ষ। সকাল ৭টার পর রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ স্মৃ‌তিসৌ‌ধের মূল বে‌দীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য উন্মুক্ত করা হয়।

এরপর একে এ‌কে মন্ত্রিপরিষ‌দের সদস্য, সংসদ সদস্য, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, পেশাজীবী, শ্র‌মিক সংগঠন, স্কুল, ক‌লেজ, বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্ত‌রের মানু‌ষের ঢল না‌মে বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।