ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

এমপি গোলাম মোস্তফার মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমপি গোলাম মোস্তফার মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

ঢাকা: সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।

এরআগে এই আসনের সংসদ সদস্য মঞ্জুরুল আলম লিটন সন্ত্রাসী হামলায় মারা গেলে উপ-নির্বাচনে সংসদ সদস্য হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।



এক শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, গোলাম মোস্তফা একজন ত্যাগী জননেতা ছিলেন। তার মৃত্যুতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ তথা বাংলাদেশ একজন বলিষ্ঠ, ত্যাগী ও দরদি নেতাকে হারালো। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

ডেপুটি স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসএম/এএ                          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।