ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদার অবৈধ সম্পদের পেছনে নিশ্চয়ই যথেষ্ট তথ্য আছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
‘খালেদার অবৈধ সম্পদের পেছনে নিশ্চয়ই যথেষ্ট তথ্য আছে’ বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন অর্থমন্ত্রী

সিলেট: সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অভিযোগের পেছনে নিশ্চয়ই যথেষ্ট তথ্য আছে এবং তা প্রমাণ করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।  

শেখ হাসিনাকে খালেদা জিয়ার উকিল নোটিশের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি উকিলরাই দেখবেন, আইনগতভাবে তারাই এর জবাব দেবেন।

 

বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এখন ডিসেম্বর মাস। আমরা একটি উপযুক্ত সময়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেছি। এসময় তিনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ছাত্রলীগ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।