ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রসিক নির্বাচনে বিএনপি প্রার্থীসহ পাঁচজনের জামানত বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
রসিক নির্বাচনে বিএনপি প্রার্থীসহ পাঁচজনের জামানত বাতিল

ঢাকা: সদ্য সমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থীসহ পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কেননা, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেয়েছেন তারা। 

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা ‍শাখার দেওয়া তথ্য অনুযায়ী, রসিক নির্বাচনের মোট ভোট ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯২ হাজার ৭২৩ জন।

সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী, মেয়র পদে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোটের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এক্ষেত্রে রসিক নির্বাচনে প্রদত্ত ভোটের আটের একাংশ হলো ৩৬ হাজার ৫৯০ ভোট।  

২১ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর বাংলাদেশে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে ৬২ হাজার ৪০০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।  

অন্যদিকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এটিএম গোলাম মোস্তফা হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬ ভোট, এরশাদের ভাতিজা স্বতন্ত্র থেকে হোসেন মকবুল শাহরিয়ার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩১৯ ভোট। আর বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল কুদ্দুস মই প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৬২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) প্রার্থী মো. সেলিম আখতার আম প্রতীকে পেয়েছেন ৮১১ ভোট। অর্থাৎ তারা কেউই প্রদত্ত ভোটের আটের এক ভাগ (৩৬ হাজার ৫৯০) ভোটও পাননি।

নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ৫ লাখের কম হলে মেয়র পদে জামানত দিতে হয় ২০ হাজার টাকার। এক্ষেত্রে ওই পাঁচ প্রার্থী জামানত ২০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।