ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিক্ষামন্ত্রীর বক্তব্য ভয়ঙ্কর, বললেন রিজভী  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
শিক্ষামন্ত্রীর বক্তব্য ভয়ঙ্কর, বললেন রিজভী  

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহনীয় মাত্রায় ঘুষ নিতে বলে দেশের কোমলমতি শিশুদের দুর্নীতিতে উৎসাহিত করে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, দেশকে মেধাহীন পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে সরকার প্রশ্নপত্র ফাঁস করছেন। শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্যে এক ভয়ঙ্কর বার্তা পাঠিয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, জাতির মেরুদণ্ড গঠনের দায়িত্বে বসে শিক্ষামন্ত্রী এ ধরনের কথা বলতে পারে না।  

অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘সরকারই চেয়েছে চালের দাম কিছুটা বাড়ুক। '  কিন্তু প্রতি কেজি চালের দাম ৫০ টাকার বেশি হওয়াটা মানুষের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা অসহনীয় হয়ে গেছে। চালের দামে স্থিতিশীলতার বিষয়ে কোনো ঠিক ঠিকানা নেই। ’ বিনা ভোটের সরকারের অর্থমন্ত্রী অনেক সময় সত্য কথা প্রকাশ করে দেন।

এসময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,  সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু  প্রমুখ।  

রোববার (২৪ ডিসেম্বর)শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বলেছেন, শুধু কর্মকর্তারাই ঘুষ খান না। মন্ত্রীরাও দুর্নীতি করেন। মন্ত্রীরা চোর, আমিও চোর। কর্মকর্তাদের সহনশীল হয়ে ঘুষ নেওয়ার কথা বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।