ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি খুন গুমের রাজনীতিতে বিশ্বাস করে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বিএনপি খুন গুমের রাজনীতিতে বিশ্বাস করে না বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়

সুনামগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি খুন গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা নিজেদের দলের লোককে খুন করে অন্যের ওপর দোষ চাপায় না।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলী এখনো নিখোঁজ।

তাকে সরকার নিরাপত্তা দিতে পারেনি। কিছুদিন পর পরই মানুষ গুম খুনের শিকার হচ্ছে। সরকার তা বসে বসে দেখছে। সুষ্ঠু নির্বাচন হলেই সরকার বুঝতে পারবে, জনগণ তাদের কতটুকু চায়’।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদীর আহমদ, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমদ, বিএনপি নেতা এটিম হেলাল, অ্যাডভোকেট কামাল হোসেন, আকবর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।