মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গম তিন নম্বর ফারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত আওয়ামী লীগের ওই নেতার বাসায় ঢুকে তার উরুতে চারটি গুলি করে পালিয়ে যায়।
এদিকে, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলে দলটির সূত্র নিশ্চিত করেছে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাছির উদ্দীন মোহাম্মদ জানান, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসআই