ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ মে ২০২৪, ১৬ জিলকদ ১৪৪৫

রাজনীতি

রোববার আবারো খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
রোববার আবারো খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ রোববার আবারো খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ

খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে হত্যা ও পার্টি অফিসে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়ার প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালনের শেষ দিকে এসে আরো একদিন অবরোধ বাড়িয়েছে সংগঠনটি।

শনিবার (০৬ জানুয়ারি) সকালে অবরোধ পালনকালে ইউপিডিএফ’র কর্মীদের ওপর টিয়ারসেল নিক্ষেপ ও পুলিশের ফাঁকা গুলি বর্ষণের প্রতিবাদে আরো একদিন সড়ক অবরোধ বাড়ানো হয়। রোববার (০৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধ পালন করা হবে।

ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফল করার জন্য সকল যানবাহন মালিক, চালক, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের স্লুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

**খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।