শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল ৩টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে হাজারো মানুষ তার জানাজায় অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য শামছুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ শামছুল হক, আমিনুর রহমান বকুল, মমতাজ উদ্দিন মণ্ডল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, সাবেক সংসদ সদস্য আবু ইউছুফ মো. খলিলুর রহমান, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্যা, বিএনপি নেতা গোলজার হোসেন, মরহুমের দুই ছেলে উজ্জ্বল হোসেন ও মাসুদ রানা প্রধান।
জানাজা নামাজ শেষে তাকে শহরের নতুন হাট এলাকার প্রধান পাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ০৬ জানুয়ারি, ২০১৮
আরএ