ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

তেজগাঁও এলাকায় গণসংযোগ করলেন আতিকুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
তেজগাঁও এলাকায় গণসংযোগ করলেন আতিকুল সুমন শেখ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ প্রার্থী রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে থেকে গণসংযোগ শুরু করে পৌনে ২টায় তেজকুনীপাড়ায় গিয়ে শেষ করেছেন।
 
এসময় আওয়ামী লীগের তেজগাঁও থানার সাধারণ সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 
আতিকুল দুপুর সাড়ে ১২টা শুরু হওয়া গণসংযোগ স্থলে আসেন। এসময় তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
 
এরপর ১২টা ৩৫মিনিটে গণসংযোগ শুরু করেন। ওয়াসা ভবনের সামনে থেকে শুরু হওয়া গণসংয়োগ শেষ হয়েছে তেজকুনীপাড়ায়।
 
এসময় তিনি হকারসহ বিভিন্ন পেশার মানুষকে জড়িয়ে ধরে দোয়া ও ভোট চান এবং তাদের চাওয়া-পাওয়ার কথা শুনেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।