ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ছাত্রলীগকে কোনো অবস্থাতেই কলঙ্কিত করা যাবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ছাত্রলীগকে কোনো অবস্থাতেই কলঙ্কিত করা যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ছাত্রলীগকে কোনো অবস্থাতেই কলঙ্কিত করা যাবে না।

তিনি বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী যাকে নৌকা মার্কার মনোনয়ন দিবেন, তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয় করে আনতে ছাত্রলীগকে ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের মধ্যে যেন ছাত্র শিবির ও ছাত্রদল প্রবেশ করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছে। গণতান্ত্রিকভাবে গড়ে ওঠা এ ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবি এম এ বাহার, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, ভ ম আফতাবুল ইসলাম, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, গুণবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকন, কালিকাপুর ইউপির চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপির চেয়ারম্যান মোশারেফ হোসেন, চিওড়া ইউপির চেয়ারম্যান একরামুল হক, মুন্সিরহাট ইউপির চেয়ারম্যান মাহফুজ আলম, উজিরপুর ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, জগন্নাথদীঘি ইউপির চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, ঘোলপাশা ইউপির চেয়ারম্যান কাজী জাফর, ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইসমাঈল হোসেন শাহীন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বর্তমান সহ সভাপতি অহিদুর রহমান জয়, হাবিবুর রহমান সুমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদীন রতন, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কামরুল হাসান মুরাদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক সভাপতি মারুফ হোসেন মজুমদার।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাউছার হামিদ ও কাজী আল রাফির যৌথ পরিচালনায় সমাবেশে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।