ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, মার্চ ৬, ২০১৮
স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু গ্রেফতার প্রেসক্লাব এলাকা থেকে গ্রেফতার হন শফিউল বারী বাবু। ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজ

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করেছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি -মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছন।


 

প্রত্যক্ষদর্শী আব্বাস বলেন, প্রেসক্লাবের ভেতরে পূর্ব পাশে চা পান করার সময় অস্ত্রসহ সাদা পোষাকধারী ডিবি সদস্যরা বিএনপি'র স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবুকে আটক করেন। এ সময় বিএনপি'র কর্মীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরো তিন জন ডিবি সদস্য শফিউল বারীকে ধরে নিয়ে প্রেসক্লাবে পূর্ব দিকের গেট দিয়ে বের হন। কর্মীরা প্রেসক্লাবের ভেতরে পার্কিংয়ে রাখা মোটরসাইকেলের হেলমেট ছুঁড়তে থাকে।   

ডিবি সদস্যদের ধস্তাধস্তি অবস্থায় শফিউল বারীকে নিয়ে সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। বিএনপি'র কর্মীরা সচিবালয় পর্যন্ত তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সচিবালয়ের ভেতরে একটি বিল্ডিংয়ের ৩য় তলায় নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।