ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিএনপি

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে স্বাভাবিক টিএসসি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, সেপ্টেম্বর ৩০, ২০১৮
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে স্বাভাবিক টিএসসি

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলা বিএনপির জনসভার কারণে তেমন কোনো তৎপরতা শাহবাগ-টিএসসি এলাকায় পরিলক্ষিত হয়নি।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন ‘নিরপেক্ষ’ সরকারগঠনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এই জনসভা শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এখানে বিএনপি নেতকর্মীদের কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়নি। অন্যদিকে শাহবাগে জলকামানসহ পুলিশের উপস্থিতি রয়েছে।

টিএসসির চা বিক্রেতা মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, সকাল থেকে বিএনপির কোনো মিছিল দেখিনি। পরিস্থিতি অন্য দিনের মতোই স্বাভাবিক। বিএনপির নেতাকর্মীরা মৎস ভবন হয়ে জনসভায় প্রবেশ করায় টিএসসি শাহবাগ এলাকায় এর প্রভাব পড়েনি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসকেবি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।