ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপে সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
সংলাপে সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঐক্যফ্রন্ট

ঢাকা: সংলাপ প্রস্তাবে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিলে মওদুদ আহমদ এর চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

একই সঙ্গে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা দেওয়ার নিন্দা জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দ্রুত জামিন দিয়ে তার (খালেদা জিয়া) মুক্তি দাবি করা হয়েছে।

এসময় মওদুদ আরও বলেন, যেহেতু ইসি পুনর্গঠন নিয়ে সংলাপে আলোচনা হবে সেজন্য মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠকে যাবে না ঐক্যফ্রন্ট।



বাংলােদশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।