ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে আ’ লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
সিরাজগঞ্জে আ’ লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ বেলাল হোসেনের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ভাসানী রোড সয়া ধানগড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা বেলালের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে এ হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিলে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, পৌরসভা যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ,  চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম ঝণ্টুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।