ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
খুলনা বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা ফটো: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: খুলনা বিভাগে বেশ কয়েকটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোটে অংশ নিতে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।  

নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়নের চিঠি পাওয়া প্রার্থীরা হলেন- সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), বীরেন শিকদার (মাগুরা-২), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), শেখ সালাহউদ্দিন জুয়েল (খুলনা-২), মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬), শেখ আফিল উদ্দিন (যশোর-১), মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), রণজিৎ কুমার রায় (যশোর-৪), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), ইসমাত আরা সাদেক (যশোর-৬)।

চিঠি পেয়েছেন- মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), অা ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), অালী অাজগর টগর (চুয়াডাঙ্গা-২), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), শেখ সারহান নাসের তন্ময় (বাগেরহাট-২), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মো. মোজাম্মেল হোসেন (বাগেরহাট-৪), সরোয়ার জাহান বাদশা (কুষ্টিয়া-১), মাহবুব-উল আলম হানিফ (কুষ্টিয়া-৩) ও আবদুর রউফ ও  সেলিম আলতাফ জর্জ (কুষ্টিয়া-৪)।  
 
খুলনা বিভাগে ফরহাদ হোসেন দোদুল (মেহেরপুর-১), মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনকে (মেহেরপুর-২) মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমআইএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।