ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন পেলেন দরজায় লাথি-ঘুষি মারা সেই ডাবলু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, ডিসেম্বর ৯, ২০১৮
মনোনয়ন পেলেন দরজায় লাথি-ঘুষি মারা সেই ডাবলু সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডাবলু/ছবি: বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: বিএনপির গুলশান কার্যালয়ের দরজায় লাথি-ঘুষি ও দলের মহাসচিবকে গালি দেওয়া সেই আব্দুল হামিদ ডাবলু অবশেষে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে মনোনয়ন পেয়েছেন। প্রার্থী পরিবর্তন করে শেষ মুহূর্তে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলেকেই মনোনয়ন দিলো বিএনপি।

এর আগে ওই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছিল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবিরকে।

শুক্রবার (৭ ডিসেম্বর) মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবিরকে মনোনয়ন দেওয়া হলে হতাশ হয়ে শুক্রবার রাতে ছোটবোন দেলোয়ারা বেগম পান্নাকে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ডাবলু।

 

আরও পড়ুন>>>ফখরুলকে গালি, দরজায় লাথি মেরে ক্ষোভ ডাবলুর

দোতলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে চাইলে নিচে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। ডাবলুর সমর্থকরা হইচই শুরু করেন। এক পর্যায়ে কেঁদে ফেলেন ভাই-বোন। এসময় ডাবলু ও তার বোন দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।  

রোববার (৯ ডিসেম্বর) বিকেলে ডাবলুর মনোনয়ন পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।