ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোর-২ আসনের বিএনপি প্রার্থী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
যশোর-২ আসনের বিএনপি প্রার্থী গ্রেফতার

যশোর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, গ্রেফতার আবু সাঈদের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন তিনি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। শুক্রবারই তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, আবু সাঈদ জামায়াতের যশোর জেলা পশ্চিমের নায়েবে আমীর। তিনি ইতোপূর্বে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জোটের শরিক হিসেবে জামায়াতের মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলামকে হারিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ইউজি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।